PaidVerts

Thursday, December 24, 2015

মেন্টর হিসেবে ইমরান খানকে পাচ্ছেন তামিম ইকবাল

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মেন্টর হিসেবে ইমরান খানকে পাচ্ছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। পিএসএলে বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের দল পেশোয়াড় জালমির মেন্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খানকে।

 
বর্তমানে রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান দীর্ঘ দুই দশক পর আবারো ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন। শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন দলের মেন্টর হিসেবে ফিরছেন তিনি। একই সঙ্গে দলের আইকন খেলোয়াড় হিসেবে ৭৫ হাজার ডলার পাবেন আফ্রিদি।
 
আফ্রিদির নেতৃত্বধীন দলটিতে গুরুত্বপূর্ণ অপর খেলোয়াড়রা হলেন- বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল, পাকিস্তানী উমর গুল, ইমরান খনি জুনিয়র, বাঁ-হাতি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ ও জুনাইদ খান, সাবেক টি-২০ অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও ওয়েস্ট ইন্ডিজের বিগ হিটিং অলরাউন্ডার ড্যারেন স্যামি।
 
পেশোয়াড় জালমি স্বত্তাধিকারী জাবেদ আফ্রিদি বলেন, ইমরান খানকে নিয়োগ দিতে পেরে তিনি অত্যন্ত সন্তস্ট। দল নিয়েও আশাবাদী এ স্বত্তাধিকারী পিএসএলের প্রথম আসরে ভাল করবে বলে মনে করছেন। জাবেদ আফ্রিদি বলেন, 'পেশোয়াড় জালমির দল নিয়ে আমরা সন্তষ্ট।'
 
পাঁচ দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সয়ুক্ত আরব আমিরাতে। আগামী বছর ২৪ ফেব্রুয়ারী দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। 
সূত্র:: এক্সপ্রেস ট্রিবিউন

রংপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

রংপুরে মশিউর রহমান উৎস (২৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার সকালে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। উৎস রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার। তিনি সদর উপজেলার আলমনগর স্টেশনপাড়ার শামসুল হুদা মণ্ডলের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষে অফিস থেকে বের হন উৎস। রাতে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে তার লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, মশিউর রহমান উৎসের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে

সৌদি অারবের হাসপাতালে অগ্নিকান্ডে ২৫ জন নিহত

সৌদি আরবের জাজান শহরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০৭ জন। বুধবার গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।


সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে হাসপাতালে অগুনের সূত্রপাত ঘটে। হাসপাতালের প্রথম তলা আগুনে পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এখানে প্রসূতি বিভাগ ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) রয়েছে। অাগুন লাগার পরপরই হাসপাতাল থেকে লোকজনকে বের করে আনা হয়। অগ্নিনির্বাপক কর্মীরা প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

অাজ সাফে বাংলাদেশ-অাফগানিস্তান মুখোমুখি

টেকনিক আর দক্ষতায় দুই দলের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তবে ট্যাকটিক্যালি ও শারীরিক সক্ষমতায় বাংলাদেশের চেয়ে আফগানিস্তানই এগিয়ে। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের সামনে তাই কঠিন পরীক্ষাই দিতে হবে মারুফুল হকের দলকে। তবে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েই দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত এই টুর্নামেন্টের শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করতে আত্মবিশ্বাসী মামুনুলরা—সোহেল-শহিদুলরা।


বৃহস্পতিবার কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

সেই ২০০৩ সালে ঘরের মাঠে সাফের একমাত্র শিরোপাটি জিতেছিল বাংলাদেশ। তারপর আর কখনো ট্রফি ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের। গত তিন আসরে তো বাংলাদেশ বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। তবে অতীত হতাশা মুছে এবার ভালো কিছু করতে প্রত্যয়ী বাংলাদেশ। 

কোচ ফ্যাবিও লোপেজের বিদায়ের পর মারফুল বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে সময় পেয়েছেন মাত্র ২১ দিন। তবে অল্প সময়ে দলকে তৈরি করে সাফ শিরোপা পুনরুদ্ধারের চ্যালেঞ্জটা বেশ ভালোমতোই নিয়েছেন মারুফুল। সেই চ্যালেঞ্জের প্রথমেই আফগানিস্তান নামের বড় পরীক্ষা।

এখনো ফিটনেস ফিরে পাননি বলে এই ম্যাচে দলে নেই বাংলাদেশের রক্ষণাত্মক মিডফিল্ডার জামাল ভূঁইয়া। তবে আশা করা হচ্ছে, দ্বিতীয় ম্যাচে জামালকে মাঠে নামানো যাবে। জামালের জায়গায় খেলবেন মোনায়েম রাজু। জামালের শূন্যতা পূরণে রাজুর দিকেই তাকিয়ে আছেন কোচ মারুফুল। রাজুর ওপর আস্থাও রাখছেন কোচ।

এ ছাড়া চোটের কারণে টুর্নামেন্টে খেলতে পারছেন না বাংলাদেশের নির্ভরযোগ্য স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলি। তার জায়গায় শাখাওয়াত হোসেন রনির খেলা অনেকটাই নিশ্চিত। রনির ওপর তাই গোলের বড় দায়িত্বই বর্তাচ্ছে। আর দায়িত্ব পালনে রনি নিজেকে প্রস্তুত বলেই ঘোষণা করেছেন নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ হেডে জয়সূচক গোল করে। এবার সাফেও তার দিকে তাকিয়ে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনুপ্রেরণা নিতে পারে অতীত ইতিহাস থেকেও। আফগানদের কাছে যে কখনোই হারেনি বাংলাদেশ। পাঁচ সাক্ষাতে চার ড্রয়ের বিপরীতে এক জয়। ঢাকায় গত জুনে দুই দলের সবশেষ ম্যাচটা ১-১ গোলে ড্র হয়েছিল। আজকের ফল কী হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।