PaidVerts

Monday, April 11, 2016

আফগানিস্তান পাকিস্তান ও ভারতে শক্তিশালী ভূমিকম্প

কাবুল, ১০ এপ্রিল, ২০১৬ (বাসস) : দক্ষিণ-পশ্চিম এশিয়ার কয়েকটি দেশে আজ একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
এর ফলে পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান ও উত্তর ভারতে বাড়িঘর কেঁপে ওঠে।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৬.৬।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের কেন্দ্র ছিলো আফগান-পাকিস্তান সীমান্তের প্রত্যন্ত পাহাড়ি এলাকা হিন্দুকুশ পর্বতমালায় মাটির ২১০ মিটার গভীরে।
এই এলাকাটি তাজিকিস্তান সীমান্তের কাছে।
এই একই এলাকায় ২০১৫ সালের এক ভূমিকম্পে ৩০০ জনের মতো নিহত হয়।
পুরো পাকিস্তান জুড়ে এবং ভারতের দিল্লিসহ সমগ্র উত্তর ভারতে এই কম্পন অনুভব করা গেছে।
রাজধানী ইসলামাবাদ ও কাবুলে বাড়িঘর ও ভবন দুলে উঠলে লোকজন আতঙ্কে বাড়িঘর ও অফিস আদালত থেকে রাস্তায় বেরিয়ে আসে।
ভূমিকম্পের উৎস থেকে প্রায় এক হাজার মাইল দূরে দিল্লির পাতাল রেল কিছুক্ষণের জন্যে বন্ধ রাখা হয়।
ভূমিকম্পে কতো লোক হতাহত হয়েছে সে সম্পর্কে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।
পাকিস্তানে শিয়ালকোটের একজন বাসিন্দা বলছেন, ভূমিকম্পটি এক মিনিটেরও বেশি স্থায়ী হয়েছিলো। পুরো সময় তার বাড়িটি কাঁপছিলো। কিন্তু তার ভবনের কাঠামোয় কোনো ক্ষতি হয়নি।
সূত্র: বাসস

No comments:

Post a Comment