PaidVerts

Monday, April 11, 2016

চাকরি নেই ভোগলের, কারণ বাংলাদেশ-ভারত ম্যাচ?

আইপিএলের মাঠের খেলার পাশাপাশি দর্শকদের আগ্রহের চোখ থাকে ধারাভাষ্যেও। কিন্তু প্রথম থেকে আইপিএলের পরিচিত মুখ হার্শা ভোগলেকে দেখা যাচ্ছে না। কোনো পূর্বঘোষণা ছাড়াই পরিচিত হাসিমুখের অনুপস্থিতি অনেক প্রশ্ন তুলে দিয়েছে। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ব্যাখ্যা জানা না গেলেও ভারতীয় মিডিয়ার গুঞ্জন, ভারত-বাংলাদেশ ম্যাচে বাংলাদেশের প্রশংসা করা, এ নিয়ে পরে অমিতাভ বচ্চনের টুইট...এ কারণেই হয়তো ভোগলে নেই। 

এটিই আসল কারণ কি না, বলা কঠিন। তবে সুনির্দিষ্ট কোনো ঘটনার কথা যদি উল্লেখ করতে হয়, ভারতীয় এক
ক্রিকেট সংগঠকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন। এটিও তাঁর চাকরি হারানোর কারণ হয়ে থাকতে পারে।
আইপিএলের প্রথম আসর ২০০৮ থেকেই ভাষ্যকার হিসেবে ভোগলের সম্পর্কটা প্রায় অবিচ্ছেদ্য ছিল। এবারের আইপিএলের প্রথম ম্যাচে প্রখ্যাত এই ভারতীয় ধারাভাষ্যকারকে দেখতে না পেয়ে অনেকেই অবাক। প্রথম ম্যাচে ভোগলেকে দেখতে না পাওয়ার পর অনেকেই জানতে চান কী কারণে তিনি নেই। পরে ভোগলে টুইট করেন জানান, এবার ধারাভাষ্য দেবেন না। ভারতীয় মিডিয়াও নিশ্চিত করেছে, ভোগলের চাকরি নেই।
সেখানকার বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের সেই শ্বাসরুদ্ধকর ম্যাচটিই সম্ভবত ভোগলের চাকরি হারানোর কারণ! বাংলাদেশ-ভারত ম্যাচের পরপরই অমিতাভ বচ্চনের একটি টুইট দিয়েই ঘটনার সূত্রপাত। বলিউডের এই কিংবদন্তি অভিনেতা সেদিন কারও নাম উল্লেখ না করে একটি টুইট করেছিলেন, ভারতীয় ধারাভাষ্যকাররা ভারতীয় ক্রিকেটারদের বদলে অন্য দেশের প্রশংসাই করেন। অমিতাভের এই টুইটকে সমর্থন করে সেদিন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও রিটুইট করেছিলেন। 
অমিতাভ কারও নাম উল্লেখ না করলেও ভোগলে নিজে থেকে অমিতাভকে
​‘মেনশন করে টুইট করে বলেন, স্টার স্পোর্টসের হিন্দি ভাষার চ্যানেলটিতে ভারতের পক্ষে দেদার বলার সুযোগ থাকলেও ইংরেজি আন্তর্জাতিক চ্যানেলে ভাষ্যকারদের নিরপেক্ষই থাকতে হয়। বিষয়টি নিয়ে তখন বেশ আলোচনাও হয়েছিল।
আসল কারণ কি ভোগলের বাংলাদেশ-বন্দনা? কিছু ভারতীয় মিডিয়া এ কারণটিতেই জোর দেওয়ার পাশাপাশি আরেকটি সম্ভাবনার কথাও বলছে। স্থানীয় এক ক্রিকেট সংগঠকের সঙ্গে ভোগলের বাদানুবাদও পেছনের কারণ হতে পারে।
ভোগলে নিজেও আসল কারণটি খোলাসা করেননি। কারণ কেউ তাঁকে নাকি কিছু বলেওনি এ ব্যাপারে। তিনি বলেছেন,
আইপিএল নিয়ে কেউ আমার সঙ্গে কথা বলেনি। আমি কেন আইপিএলে নেই, সে কারণটাও আমি সঠিক জানি না। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেই কর্মকর্তার সঙ্গে বাদানুবাদের ব্যাপারে তাঁর বক্তব্য কেউ শোনেনি বলেও জানিয়েছেন ভোগলে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, এবেলা।


আবার দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন প্রিয়াংকা

বলিউডের গণ্ডি পেরিয়ে তিনি এখন আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ। 
মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকোর জন্য জিতেছেন পিপলস চয়েস এ্যাওয়ার্ড, পুরস্কার দিতে উঠেছেন অস্কার মঞ্চে। এখন অভিনয় করছেন হলিউডের বেওয়াচ চলচ্চিত্রে। তাই তাকে নিয়ে ভারতীয়রা দারুণ গর্বিত। তবে দেশের চলচ্চিত্রের পাশাপাশি বিদেশী টিভি সিরিয়ালে খোলামেলা অভিনয়ের কারণে সমালোচিতও হয়েছেন তিনি। তবে মোটের ওপর নিজের ক্যারিয়ার নিয়ে দারুণ খুশি প্রিয়াঙ্কা। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সাত খুন মাফ চলচ্চিত্রে সবচেয়ে স্মরণীয় অভিনয়ের জন্য দাদাসাহেব ফালকে এ্যাওয়ার্ড জেতেন। আবার এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেতে যাচ্ছেন তিনি। ১৪৭তম দাদাসাহেব ফালকে জয়ন্তীতে প্রিয়াঙ্কাকে বর্ষসেরা অভিনেত্রীর পুরস্কার দিচ্ছে দাদাসাহেব ফিল্ম ফাউন্ডেশন। জানা গেছে আগামী ২৪ এপ্রিল মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রের রথি-মহারথিদের উপস্থিতিতে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে। চলতি বছর পদ্মশ্রী খেতাবও পেয়েছেন প্রিয়াঙ্কা।

অ্যাপলে বিলুপ্ত হতে যাচ্ছে কিবোর্ড?

সম্প্রতি অ্যাপল এমন একটি পেটেন্ট আবেদন করেছে, যার মাধ্যমে ধারণা করা যেতেই পারে যে প্রতিষ্ঠানটি একদিন কিবোর্ড এর বিলুপ্তি ঘোষণা করতে পারে। বৃহস্পতিবার করা এই আবেদনে ফ্ল্যাট টাচ সারফেস যুক্ত একটি ল্যাপটপের ধারণা দেওয়া হয়েছে, যেখানে টাচ সারফেসটি কিবোর্ড এর কাজ করবে।
অ্যাপল যে পেটেন্ট আবেদন করেছে সেটা অনেকটা অ্যাপলের ফোর্স টাচ ট্র্যাকপ্যাডগুলোর মতো দেখতে, যেটি বল-সংবেদী ইনপুট প্রযুক্তি ব্যবহার করে মাউস ছাড়াই স্ক্রিনের ওপরে কাজ করার সুবিধা দেয়। ট্র্যাকপ্যাডগুলো হ্যাপটিক প্রযুক্তি ব্যবহার করে থাকে, যেটি নতুন প্রযুক্তির কিবোর্ডেও ব্যবহার করা হবে বলে জানিয়েছে অ্যাপল। পেটেন্ট আবেদনটিতে বলা হয়, ট্র্যাকপ্যাডটিতে রয়েছে বিল্ট-ইন বল-সংবেদী সেন্সর, যেটি আপনাকে যেকোন স্থানে ক্লিক করার সুবিধা দেবে এবং হ্যাপটিক ফিডব্যাক আপনাক সমানভাবে প্রতিক্রিয়া জানাবে। ব্যবহারকারী একটি মোটর দ্বারা সৃষ্ট হালকা ভাইব্রেশনের মাধ্যমে ফিডব্যাক পেয়ে থাকে।
সারফেসটির ওপর থাকা অত্যন্ত ক্ষুদ্র ছিদ্রের ভেতর দিয়ে আলোর মাধ্যমে কিবোর্ডের অক্ষরগুলো গুলো দৃশ্যমান হবে বলে জানিয়েছে স্কাই নিউজ। একটি বাহ্যিক কিবোর্ড না থাকার প্রধান সুবিধা হচ্ছে, ব্যবহারকারী ইনপুট লে-আউট প্রয়োজনমতো নিজের মতো করে সাজিয়ে নিতে পারবে। লেখার জন্য যেমন একটি সম্পূর্ণ কিবোর্ড চালু করা সম্ভব হবে, তেমন গেইম খেলার জন্য তৈরি করে নেওয়া যাবে আলাদা গেইমিং কিবোর্ড।
অ্যাপল ফেব্রুয়ারিতে প্রক্সিমিটি মাল্টি-টাচ সেন্সরস এর জন্য একটি পেটেন্ট আবেদন করে। এটি সেন্সরের ওপর ভাসমান আঙুল এবং হাত এর অবস্থান বুঝতে পারে। এর মাধ্যমে স্পর্শ ছাড়াই ব্যবহারকারী টাইপিং সহ আরো অনেককিছু করতে পারবেন বলে জানা যায়।

আফগানিস্তান পাকিস্তান ও ভারতে শক্তিশালী ভূমিকম্প

কাবুল, ১০ এপ্রিল, ২০১৬ (বাসস) : দক্ষিণ-পশ্চিম এশিয়ার কয়েকটি দেশে আজ একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
এর ফলে পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান ও উত্তর ভারতে বাড়িঘর কেঁপে ওঠে।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৬.৬।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের কেন্দ্র ছিলো আফগান-পাকিস্তান সীমান্তের প্রত্যন্ত পাহাড়ি এলাকা হিন্দুকুশ পর্বতমালায় মাটির ২১০ মিটার গভীরে।
এই এলাকাটি তাজিকিস্তান সীমান্তের কাছে।
এই একই এলাকায় ২০১৫ সালের এক ভূমিকম্পে ৩০০ জনের মতো নিহত হয়।
পুরো পাকিস্তান জুড়ে এবং ভারতের দিল্লিসহ সমগ্র উত্তর ভারতে এই কম্পন অনুভব করা গেছে।
রাজধানী ইসলামাবাদ ও কাবুলে বাড়িঘর ও ভবন দুলে উঠলে লোকজন আতঙ্কে বাড়িঘর ও অফিস আদালত থেকে রাস্তায় বেরিয়ে আসে।
ভূমিকম্পের উৎস থেকে প্রায় এক হাজার মাইল দূরে দিল্লির পাতাল রেল কিছুক্ষণের জন্যে বন্ধ রাখা হয়।
ভূমিকম্পে কতো লোক হতাহত হয়েছে সে সম্পর্কে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।
পাকিস্তানে শিয়ালকোটের একজন বাসিন্দা বলছেন, ভূমিকম্পটি এক মিনিটেরও বেশি স্থায়ী হয়েছিলো। পুরো সময় তার বাড়িটি কাঁপছিলো। কিন্তু তার ভবনের কাঠামোয় কোনো ক্ষতি হয়নি।
সূত্র: বাসস

নতুন দুটি অ্যান্ড্রয়েড ফোন আনবে ব্ল্যাকবেরি

প্রিভের পর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর নতুন দুটি স্মার্টফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে ব্ল্যাকবেরি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদপত্র দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জন চেন বলেছেন, এ বছরের মধ্যেই নতুন দুটি অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসবে। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেননি তিনি। 

প্রতিবেদন অনুযায়ী, চেন বলেছেন দুটি স্মার্টফোনের একটি হবে পুরোপুরি টাচস্ক্রিনের। আরেকটি হবে কোয়ার্টি কিবোর্ডযুক্ত। স্মার্টফোন দুটির দাম হবে ৩০০ থেকে ৪০০ মার্কিন ডলারের মধ্যে। অর্থাৎ ফোন দুটি হবে মিড-রেঞ্জ বা মধ্যম সারির ফোন। প্রসঙ্গত, ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, গত তিন মাসে, অর্থাৎ মার্চ মাস পর্যন্ত ছয় লাখ ইউনিট ব্ল্যাকবেরি ফোন বিক্রি হয়েছে। বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছেন, প্রথম প্রান্তিকে সাড়ে আট লাখ ইউনিট ব্ল্যাকবেরি ফোন বিক্রি হতে পারে। তবে এই সময়ে ঠিক কত ইউনিট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর প্রিভ ফোন বিক্রি হয়েছে, তা প্রকাশ করেনি ব্ল্যাকবেরি। গত বছরে ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম বাদ দিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ফোন তৈরি শুরু করে ব্ল্যাকবেরি।

ভারতে মন্দিরে আগুন, বহু লোকের মৃত্যু

দক্ষিণ ভারতের কেরালার একটি মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুণ্যার্থীসহ শতাধিক মানুষ নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় ওই মন্দিরে একটি উৎসব উপলক্ষে বাজি পোড়ানোর সময় কাছের একটি ঘরে রাখা বিপুল পরিমাণ আতশবাজিতে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, কেরালার কোল্লাম জেলার পরাভুর পুট্টিঙ্গল দেবীর মন্দিরে এ অগ্নিকাণ্ডে আহত হয় অন্তত সাড়ে ৩০০ জন। কেরালার বিধানসভা তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ১০ লাখ এবং আহত ব্যক্তিদের পাঁচ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে নিহত ব্যক্তিদের জন্য ২ লাখ এবং আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দেন। 
স্থানীয় বাসিন্দারা জানান, উৎসব উপলক্ষে বাজি পোড়ানো দেখতে হাজার পনেরো মানুষ মন্দির এলাকায় জড়ো হয়েছিল। রাত একটু গভীর হলে শুরু হয়েছিল বাজি পোড়ানো। হঠাৎই তারা বিকট আওয়াজ শুনতে পায়। ভিডিও ফুটেজে দেখা যায়, বিকট বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ ও অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষ উদ্ধারকাজে যোগ দেয়। নৌ ও বিমানবাহিনী হেলিকপ্টার নিয়ে উদ্ধারে নামে। সকালে মন্দির চত্বরে আগুনে পুড়ে হতাহত মানুষের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। 
কোল্লাম জেলা প্রশাসন বলেছে, বাজি পোড়ানোর সরকারি কোনো অনুমোদন ছিল না। জেলা প্রশাসনের কর্মকর্তা এ শাইনোমাল বলেন, মন্দির কর্তৃপক্ষ আতশবাজির প্রতিযোগিতা করতে চেয়ে আমার কাছে আবেদন করেছিল। কিন্তু আমি সরাসরি তাদের এ আবেদন প্রত্যাখ্যান করি। 

কোল্লাম জেলার সাংসদ প্রেমচন্দ্রন বলেন, মজুত থাকা ৭৫ শতাংশ আতশবাজিতে আগুন লেগে গেলে এ দুর্ঘটনা ঘটে। 
এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের একটি বড় অংশের শরীর পুড়ে গেছে। কেরালার থিরুভানাথাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান চিকিৎসক ডি মোহনদাস বলেন, দুর্ঘটনায় আহত লোকজনের বেশির ভাগেরই শরীরের ৫০ ভাগের বেশি অংশ পুড়ে গেছে। এদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। 

জনবহুল দেশ ভারতে মাঝেমধ্যেই মন্দিরে পদদলিত হওয়া বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকাই এর মূল কারণ।

Tuesday, April 5, 2016

খোলা মন নিয়ে আইপিএলে মুস্তাফিজ


সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেইনেই তেমন কোনো ভাবনা কিংবা দুর্ভাবনাআছে ভালো পারফর্ম করা ও শেখার তাড়নামুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে ভারতে যাচ্ছেন খোলা মন নিয়ে

মঙ্গলবার বিকেলে ফ্লাইটদুপুরে মিরপুর একাডেমি ভবনে শেষ মুহূর্তের টুকটাক কাজ নিয়ে ব্যস্ত ছিলেন মুস্তাফিজঅনূর্ধ্ব-১৯ দলের এক সময়ের সতীর্থ সাদমান ইসলাম, জয়রাজ শেখদের সঙ্গে দেখা হলোকুশলাদি বিনিময়, কাজের ফাঁকেই খুনসুটি, কথাবার্তা চললপরিচিত সংবাদকর্মীদের দেখে হাসি বিনিময়
মাইক্রোফোন-রেকর্ডারের সামনে আনুষ্ঠানিক কথাবার্তায় মুস্তাফিজের অনাগ্রহ বরাবরইবিডিনিউজ টোয়েন্টিফোরের সঙ্গে কথা হলো তাই আড্ডার ঢঙয়েইআইপিএল ভাবনার কথা জিজ্ঞেস করতেই নিজের মতো করে বললেন, এত ভাবাভাবির কী আছে ভাই! আমি তো কিছুই ভাবি নাযাব, খেলব, বল করব!


খুব সাধারণ কয়েকটি শব্দ, তবে এটিই ফুটিয়ে তোলে মুস্তাফিজের দর্শনবাংলাদেশের ক্রিকেট আঙিনার প্রায় সবার এটা জানাও হয়ে গেছে এর মধ্যেক্রিকেট অথবা জীবন, মুস্তাফিজের দর্শন একদমই সহজ-সাধারণভাবনা, দুর্ভাবনা, শঙ্কা বা প্রত্যাশা, এসব তাকে স্পর্শ করে সামান্যইবল হাতে থাকলে জানেন কি করতে হবেনিজের মতো করে সেটাই করে যান ম্যাচেসেই ডেলিভারিগুলো পড়তে হিমশিম খান ব্যাটসম্যানরা
গত জুনে ওয়ানডে আবির্ভাবের সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের ঘোল খাওয়ানোর পরই মুস্তাফিজের দিকে নজর পড়েছিল ভিভিএস লক্ষ্মনেরসাবেক ভারতীয় ব্যাটসম্যান এখন আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের মেন্টরতখন থেকেই নিজ দলে মুস্তাফিজকে ভেড়ানোর লক্ষ্য ছিল তারগত ৬ ফেব্রুয়ারি আইপিএলের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে পায় সানরাইজার্স
ধারাভাষ্যকক্ষে, বিশেষজ্ঞ মতামতে বরাবরই মুস্তাফিজের প্রশংসায় দারুণ উচ্চকিত দেখা গেছে লক্ষ্মনকেএবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে ভারতে বেশ কিছুদিন কাটিয়ে এলেন মুস্তাফিজলক্ষ্মনের সঙ্গে কথা হয়নি? চেনা সেই নিষ্পাপ হাসিতে মুস্তাফিজের সরল উত্তর, আমি তো আসলে ইংরেজি বা হিন্দিতে অতটা অভ্যস্ত নইহয়ত এ কারণেই কারও সঙ্গে কথা হয়নি


বলকে যিনি কথা বলাতে পারেন, মুখের ভাষার সীমাবদ্ধতায় তার কি আসে-যায়! বিদেশি ভাষা তার কাছে যেমন দুর্বোধ্য, ব্যাটসম্যানদের কাছে আরও বেশি দুর্বোধ্য মুস্তাফিজের বলের ভাষাসবশেষ ম্যাচটিতেও সেই প্রমাণ রেখে এসেছেন ভারতের মাটিতেইকলকাতায় নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে নিয়েছিলেন ৫ উইকেটকেন উইলিয়ামসনের মত সময়ের অন্যতম সেরা ও স্মার্ট ব্যাটসম্যানকেও বোকা বানিয়েছিলেন বুদ্ধিদীপ্ত বোলিংয়ে

সেই উইলিয়ামসনকে হায়দরাবাদে সতীর্থ হিসেবেই পাচ্ছেন মুস্তাফিজএকই দলে থাকছেন ভারতের অভিজ্ঞ বাঁহাতি পেসার আশিস নেহরাবিশ্বকাপ চলার সময়ই যিনি মুস্তাফিজকে নিয়ে জানিয়েছিলেন মুগ্ধতা ও আইপিএলে নিজ দলে পাওয়ার স্বস্তিভারতের উঠতি বাঁহাতি পেসার বারিন্দর স্রানও আছেন দলে; আছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টস্কোয়াডে আরও পেসার আছেন ভূবনেশ্বর কুমার, অভিমন্যু মিঠুন, বিদেশি পেসারদের মধ্যে বেন কাটিংএকাদশে জায়গা পাওয়ার জন্য তাই জোর লড়াই করতে হবে মুস্তাফিজকে

যথারীতি এটা নিয়েও মুস্তাফিজের ভাবনা আছে সামান্যইতিনি বরং শিখতে চান নেহরা-বোল্টদের কাছ থেকেভেতরে ঢোকানো ডেলিভারিটি নিয়ে কাজ করছিলেন, মাঝে চোটের কারণে কিছুদিন বন্ধ ছিল সেটার পাঠএবার বোল্টদের দেখে সেটা আরও ঝালিয়ে নিতে চান, শেখার ইচ্ছে তো আছেইএকসঙ্গে এতজন বাঁহাতি পেসার থাকলে অনেক কিছুই শেখা যায়

কাঁধের চোট ও সাইড স্ট্রেইনের সমস্যা আপাতত নেইসতর্ক অবশ্য থাকতে হবেবাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তাই একটি নির্দেশনা পাঠিয়ে দেবেন সানরাইজার্সের ফিজিওর কাছে

আইপিএলে মুস্তাফিজের দলের প্রথম ম্যাচ ১২ এপ্রিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে, যে মাঠে বিশ্বকাপে দুটি ম্যাচ খেলে এলেন মুস্তাফিজমাত্র তিনটি ম্যাচ খেলেছেন, তাতেই মাতিয়ে এসেছেন বিশ্বকাপনিশ্চয়ই দারুণ কিছুর প্রত্যাশা করছে তার আইপিএল দলমুস্তাফিজ নিশ্চয় চাইবেন প্রত্যাশার প্রতিদান দিতে

একাডেমি ভবনের সিড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে পেছন ফিরে চান মুস্তাফিজপ্রশ্ন শুনে আবারও মুখে সেই ভুবন ভোলানো হাসি, আপনারা আমাকে চেনেন না? আমি মুস্তাফিজ কি এত কিছু ভাবি! খেলার কথা, খেলবভালো করার চেষ্টা করব
এটাই মুস্তাফিজ; ভাবনার জগতে ডুব দেওয়া তার চরিত্রে নেইতবে বল হাতে যা পারেন, তাতে আইপিএলে ব্যাটসম্যানদের দুর্ভাবনার শুরু এই হলো বলে!


তেজগাঁওয়ের কুনি পাড়ার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর তেজগাঁও এলাকার কুনি পাড়ায় একটি বাড়িতে আগুনের ঘটনা ঘটেপরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে সেই আগুন নিয়ন্ত্রণে আনে

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কুনি পাড়ার হ্যাপি হোমসের পাশের একটি টিনশেডের বাড়িতে এ ঘটনা ঘটেখবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেএক ঘণ্টার পর পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসেআগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে
আশপাশের লোকজন বলছে, টিনশেড বাড়ির কাঠের পাটাতন থেকে আগুনের সূত্রপাত হয়েছিল


Friday, January 15, 2016

হবিগঞ্জে ট্রাকচাপায় তিন নির্মাণশ্রমিক নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে ট্রাকের চাপায় তিন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রহমানিয়া কমিউনিটি সেন্টারের কাছে এ ঘটনা ঘটে। 
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় গেলে অসাবধানতাবশত মহাসড়কের সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধারের কাজ চলছে।


ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অাইএসের হামলা


এবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা প্রকম্পিত হলো জঙ্গি হামলায়। গতকাল বৃহস্পতিবার সকালে কাছাকাছি সময়ে নগরের ছয়টি স্থানে বিস্ফোরণ ও গোলাগুলিতে নিহত হয়েছে পাঁচ হামলাকারীসহ অন্তত সাতজন। মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করেছে। তারা অবশ্য এ হামলায় ১৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে। খবর বিবিসি ও রয়টার্সের।

জাকার্তায় আত্মঘাতী এ হামলার ধরন গত নভেম্বরের প্যারিস হামলার মতো হলেও এখানে হতাহতের সংখ্যা অনেক কম। তবে বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক আইএসে যোগ দেওয়া জঙ্গিরা ফিরে এসে হামলা চালাতে পারে বলে যে আশঙ্কা করা হচ্ছিল, জাকার্তার ঘটনায় তা বাস্তবে রূপ নিল। এ অঞ্চলে আইএসের তৎপরতা শুরুর এক অশনিসংকেতও এ ঘটনা।
ঘটনার পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। টিভিতে প্রচারিত ভাষণে তিনি বলেন, ‘আমাদের দেশ এবং এর মানুষকে ভীত হলে চলবে না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে আমরা হারব না।’
বিবিসির খবরে বলা হয়, গতকাল স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে হামলা শুরু হয়। মধ্য জাকার্তার সারিনা শপিং মল এবং স্টারবাকস চেইন কফি শপের মাঝের রাস্তায় একনাগাড়ে অন্তত ছয়বার বিস্ফোরণ ঘটে। একটি বিস্ফোরণ ঘটে কফি শপের একেবারে কাছে। এতে এর জানালাগুলো উড়ে যায়।
প্রথম বিস্ফোরণের পর পিস্তলধারী সন্ত্রাসীরা দুজনকে জিম্মি করে ফেলে। পুলিশ বলছে, এর মধ্যে একজন আলজেরীয়, অন্যজন পশ্চিমা দেশের নাগরিক।
ইন্দোনেশীয় পুলিশের মুখপাত্র আন্তন চার্লিয়ান বলেন, আলজেরীয় নাগরিক জিম্মিদশা থেকে বুলেটবিদ্ধ অবস্থায় ফিরে আসে। তবে দ্বিতীয় ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। এ দুই বিদেশিকে সহায়তাকারী এক ইন্দোনেশীয় গুলিতে প্রাণ হারায়। পুলিশ কর্মকর্তা চার্লিয়ান বলেন, এ ঘটনার পরপরই মোটরবাইক আরোহী দুই ব্যক্তি একটি পুলিশ চৌকিতে ঢুকে পড়ে নিজেদের বোমা ফাটিয়ে উড়িয়ে দেয়। এ ঘটনায় গুরুতর আহত হন পুলিশের চার সদস্য। গতকালের এ হামলার ধরন দেখে পুলিশ মনে করছে, সন্ত্রাসীরা প্যারিসের হামলার ধরন অনুসরণ করেছে।
বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথমে সাধারণ গাড়ি ও পরে সুরক্ষিত সাঁজোয়া যান নিয়ে পাল্টা হামলা চালায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টারবাকস কফি শপের সামনে থেকে এক বন্দুকধারী পথচারীদের ওপর গুলি চালাতে থাকে। কাছের একটি ভবনের বাসিন্দা রুলি কোয়েসতামান বলেন, ‘আমি একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পাই। মনে হচ্ছিল যেন ভূমিকম্প হয়েছে। আমরা সবাই মিলে নিচের তলায় চলে যাই। নেমে দেখলাম স্টারবাকস দোকানের একটি অংশ বোমায় উড়ে গেল। এক বিদেশি নাগরিককে আহত দেখতে পেলাম।’
আইএসের দায় স্বীকার: আইএস গতকাল রাতে হামলার দায় স্বীকার করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। কায়রো থেকে রয়টার্সের খবরে বলা হয়, আইএসের বিবৃতিতে বলা হয়েছে, জাকার্তায় খিলাফতের সেনারা হালকা অস্ত্র এবং বিস্ফোরক দিয়ে হামলা করেছে।
এ দায় স্বীকারের আগে আইএস-সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা এ হামলায় সংগঠনটির সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছিল। তখন জাকার্তার পুলিশ প্রধান টিটো কারনাভিয়ানও বলেন, জাকার্তায় হামলাকারী গোষ্ঠীর সঙ্গে সিরিয়ায় সক্রিয় আইএসের সংশ্লিষ্টতা রয়েছে।
বিশ্লেষকেরা যা বলেন: ইন্দোনেশিয়ায় ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত অন্তত পাঁচবার বোমা হামলা চালায় জঙ্গি ইসলামপন্থীরা। এর মধ্যে ২০০২ সালে জনপ্রিয় পর্যটনকেন্দ্র বালিতে ভয়াবহ হামলায় মূলত বিদেশিসহ ২০২ জন নিহত হয়। এরপর দেশটিতে সন্ত্রাসবাদ নির্মূলে ব্যাপক তৎপরতার ফলে সক্রিয় বড় জঙ্গিগোষ্ঠী দুর্বল হয়ে পড়ে। তবে নিউইয়র্কভিত্তিক নিরাপত্তা বিশ্লেষণ প্রতিষ্ঠান সৌফান গ্রুপ বলছে, এযাবৎ ৫০০ থেকে ৭০০ ইন্দোনেশীয় আইএসে যোগ দিতে মধ্যপ্রাচ্যে গেছে। এদের অনেকেই ফিরেও এসেছে। গত দুই মাসে ইন্দোনেশীয় পুলিশ জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। দক্ষিণ-পূর্ব এশিয়ার সন্ত্রাসবাদ বিষয়ে বিশেষজ্ঞ এবং জাকার্তার ইনস্টিটিউট অব পলিসি অ্যানালিসিস অব কনফ্লিক্টের পরিচালক সিডনি জোনস নিউইয়র্ক টাইমসকে বলেন, জঙ্গিবাদীরা যে এখনো দেশটিতে সক্রিয় এবং তারা আইএসের দর্শন প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ, এ হামলায় তা প্রমাণের চেষ্টা হয়েছে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা জাকার্তায় এ হামলাকে অঞ্চলটির নিরাপত্তার জন্য বড় হুমকি বলেও মনে করছেন। সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সন্ত্রাসবাদ-বিষয়ক বিশেষজ্ঞ কুমার রামকৃষ্ণের মতে, মধ্যপ্রাচ্যে প্রশিক্ষিত হয়ে জঙ্গিদের ফিরে আসা একটি বড় উদ্বেগের বিষয়।