PaidVerts

Friday, January 15, 2016

হবিগঞ্জে ট্রাকচাপায় তিন নির্মাণশ্রমিক নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে ট্রাকের চাপায় তিন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রহমানিয়া কমিউনিটি সেন্টারের কাছে এ ঘটনা ঘটে। 
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় গেলে অসাবধানতাবশত মহাসড়কের সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধারের কাজ চলছে।


No comments:

Post a Comment