পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মেন্টর
হিসেবে ইমরান খানকে পাচ্ছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। পিএসএলে
বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের দল পেশোয়াড় জালমির মেন্টর হিসেবে নিয়োগ দেয়া
হয়েছে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খানকে।
বর্তমানে
রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান দীর্ঘ দুই
দশক পর আবারো ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন। শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন
দলের মেন্টর হিসেবে ফিরছেন তিনি। একই সঙ্গে দলের আইকন খেলোয়াড় হিসেবে ৭৫
হাজার ডলার পাবেন আফ্রিদি।
আফ্রিদির
নেতৃত্বধীন দলটিতে গুরুত্বপূর্ণ অপর খেলোয়াড়রা হলেন- বাংলাদেশ ওপেনার
তামিম ইকবাল, পাকিস্তানী উমর গুল, ইমরান খনি জুনিয়র, বাঁ-হাতি ফাস্ট বোলার
ওয়াহাব রিয়াজ ও জুনাইদ খান, সাবেক টি-২০ অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও ওয়েস্ট
ইন্ডিজের বিগ হিটিং অলরাউন্ডার ড্যারেন স্যামি।
পেশোয়াড়
জালমি স্বত্তাধিকারী জাবেদ আফ্রিদি বলেন, ইমরান খানকে নিয়োগ দিতে পেরে
তিনি অত্যন্ত সন্তস্ট। দল নিয়েও আশাবাদী এ স্বত্তাধিকারী পিএসএলের প্রথম
আসরে ভাল করবে বলে মনে করছেন। জাবেদ আফ্রিদি বলেন, 'পেশোয়াড় জালমির দল নিয়ে
আমরা সন্তষ্ট।'
পাঁচ
দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সয়ুক্ত আরব আমিরাতে। আগামী বছর ২৪
ফেব্রুয়ারী দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।
সূত্র:: এক্সপ্রেস
ট্রিবিউন
No comments:
Post a Comment