গত
অক্টোবরে ডোপ টেস্টে শ্রীলংকার
উইকেটকিপার ব্যাটসম্যান কুশল
পেরেরার শরীরে নিষিদ্ধ ড্রাগের
অস্তিত্ব খুঁজে পায় আইসিসি।
এ কারণে তাকে সাময়িক বহিষ্কার
করা হলে নিউজিল্যান্ড থেকেই
পেরেরাকে দেশে পাঠায় শ্রীলংকা
দল। শুক্রবার শ্রীলংকার
ক্রীড়ামন্ত্রী দয়াসিরি
জয়াসেকারা জানান,
পেরেরার
দ্বিতীয় রক্ত নমুনায়ও নিষিদ্ধ
উপাদান পাওয়া গেছে বলে রিপোর্ট
করেছে আইসিসি।
ক্রিকেটের
সর্বোচ্চ সংস্থাটির ডোপিং
বিরোধী আইন অনুযায়ী,
কোনো
ক্রিকেটার এ ধরনের কাজে নিজেকে
সংযুক্ত করলে সর্বোচ্চ চার
বছর নিষিদ্ধ হবেন।
প্রথমবার
সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ার
পর লংকান বোর্ড জানিয়েছিল,
যত
দ্রুত সম্ভব সব ধরনের নিয়ম-কানুন
মেনে পেরেরাকে ফেরানো হবে
আন্তর্জাতিক ক্রিকেটে।
জয়াসেকারাও একই সুরে বলেছিলেন,
‘আমরা
এর বিপক্ষে আপিল করব। এর আগের
চারটি ঘটনায় তার ক্ষেত্রে
এমন কিছু ঘটেনি।’
পেরেরার
শাস্তির ব্যাপারে আইসিসি
এখনো আনুষ্ঠানিকভাবে কোনো
রায় দেয়নি। এ ব্যাপারে যথাযথ
প্রক্রিয়া নেয়া হচ্ছে বলে
জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।
ক্রিকইনফো
No comments:
Post a Comment