PaidVerts

Friday, January 15, 2016

হবিগঞ্জে ট্রাকচাপায় তিন নির্মাণশ্রমিক নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে ট্রাকের চাপায় তিন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রহমানিয়া কমিউনিটি সেন্টারের কাছে এ ঘটনা ঘটে। 
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় গেলে অসাবধানতাবশত মহাসড়কের সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধারের কাজ চলছে।


ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অাইএসের হামলা


এবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা প্রকম্পিত হলো জঙ্গি হামলায়। গতকাল বৃহস্পতিবার সকালে কাছাকাছি সময়ে নগরের ছয়টি স্থানে বিস্ফোরণ ও গোলাগুলিতে নিহত হয়েছে পাঁচ হামলাকারীসহ অন্তত সাতজন। মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করেছে। তারা অবশ্য এ হামলায় ১৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে। খবর বিবিসি ও রয়টার্সের।

জাকার্তায় আত্মঘাতী এ হামলার ধরন গত নভেম্বরের প্যারিস হামলার মতো হলেও এখানে হতাহতের সংখ্যা অনেক কম। তবে বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক আইএসে যোগ দেওয়া জঙ্গিরা ফিরে এসে হামলা চালাতে পারে বলে যে আশঙ্কা করা হচ্ছিল, জাকার্তার ঘটনায় তা বাস্তবে রূপ নিল। এ অঞ্চলে আইএসের তৎপরতা শুরুর এক অশনিসংকেতও এ ঘটনা।
ঘটনার পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। টিভিতে প্রচারিত ভাষণে তিনি বলেন, ‘আমাদের দেশ এবং এর মানুষকে ভীত হলে চলবে না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে আমরা হারব না।’
বিবিসির খবরে বলা হয়, গতকাল স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে হামলা শুরু হয়। মধ্য জাকার্তার সারিনা শপিং মল এবং স্টারবাকস চেইন কফি শপের মাঝের রাস্তায় একনাগাড়ে অন্তত ছয়বার বিস্ফোরণ ঘটে। একটি বিস্ফোরণ ঘটে কফি শপের একেবারে কাছে। এতে এর জানালাগুলো উড়ে যায়।
প্রথম বিস্ফোরণের পর পিস্তলধারী সন্ত্রাসীরা দুজনকে জিম্মি করে ফেলে। পুলিশ বলছে, এর মধ্যে একজন আলজেরীয়, অন্যজন পশ্চিমা দেশের নাগরিক।
ইন্দোনেশীয় পুলিশের মুখপাত্র আন্তন চার্লিয়ান বলেন, আলজেরীয় নাগরিক জিম্মিদশা থেকে বুলেটবিদ্ধ অবস্থায় ফিরে আসে। তবে দ্বিতীয় ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। এ দুই বিদেশিকে সহায়তাকারী এক ইন্দোনেশীয় গুলিতে প্রাণ হারায়। পুলিশ কর্মকর্তা চার্লিয়ান বলেন, এ ঘটনার পরপরই মোটরবাইক আরোহী দুই ব্যক্তি একটি পুলিশ চৌকিতে ঢুকে পড়ে নিজেদের বোমা ফাটিয়ে উড়িয়ে দেয়। এ ঘটনায় গুরুতর আহত হন পুলিশের চার সদস্য। গতকালের এ হামলার ধরন দেখে পুলিশ মনে করছে, সন্ত্রাসীরা প্যারিসের হামলার ধরন অনুসরণ করেছে।
বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথমে সাধারণ গাড়ি ও পরে সুরক্ষিত সাঁজোয়া যান নিয়ে পাল্টা হামলা চালায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টারবাকস কফি শপের সামনে থেকে এক বন্দুকধারী পথচারীদের ওপর গুলি চালাতে থাকে। কাছের একটি ভবনের বাসিন্দা রুলি কোয়েসতামান বলেন, ‘আমি একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পাই। মনে হচ্ছিল যেন ভূমিকম্প হয়েছে। আমরা সবাই মিলে নিচের তলায় চলে যাই। নেমে দেখলাম স্টারবাকস দোকানের একটি অংশ বোমায় উড়ে গেল। এক বিদেশি নাগরিককে আহত দেখতে পেলাম।’
আইএসের দায় স্বীকার: আইএস গতকাল রাতে হামলার দায় স্বীকার করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। কায়রো থেকে রয়টার্সের খবরে বলা হয়, আইএসের বিবৃতিতে বলা হয়েছে, জাকার্তায় খিলাফতের সেনারা হালকা অস্ত্র এবং বিস্ফোরক দিয়ে হামলা করেছে।
এ দায় স্বীকারের আগে আইএস-সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা এ হামলায় সংগঠনটির সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছিল। তখন জাকার্তার পুলিশ প্রধান টিটো কারনাভিয়ানও বলেন, জাকার্তায় হামলাকারী গোষ্ঠীর সঙ্গে সিরিয়ায় সক্রিয় আইএসের সংশ্লিষ্টতা রয়েছে।
বিশ্লেষকেরা যা বলেন: ইন্দোনেশিয়ায় ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত অন্তত পাঁচবার বোমা হামলা চালায় জঙ্গি ইসলামপন্থীরা। এর মধ্যে ২০০২ সালে জনপ্রিয় পর্যটনকেন্দ্র বালিতে ভয়াবহ হামলায় মূলত বিদেশিসহ ২০২ জন নিহত হয়। এরপর দেশটিতে সন্ত্রাসবাদ নির্মূলে ব্যাপক তৎপরতার ফলে সক্রিয় বড় জঙ্গিগোষ্ঠী দুর্বল হয়ে পড়ে। তবে নিউইয়র্কভিত্তিক নিরাপত্তা বিশ্লেষণ প্রতিষ্ঠান সৌফান গ্রুপ বলছে, এযাবৎ ৫০০ থেকে ৭০০ ইন্দোনেশীয় আইএসে যোগ দিতে মধ্যপ্রাচ্যে গেছে। এদের অনেকেই ফিরেও এসেছে। গত দুই মাসে ইন্দোনেশীয় পুলিশ জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। দক্ষিণ-পূর্ব এশিয়ার সন্ত্রাসবাদ বিষয়ে বিশেষজ্ঞ এবং জাকার্তার ইনস্টিটিউট অব পলিসি অ্যানালিসিস অব কনফ্লিক্টের পরিচালক সিডনি জোনস নিউইয়র্ক টাইমসকে বলেন, জঙ্গিবাদীরা যে এখনো দেশটিতে সক্রিয় এবং তারা আইএসের দর্শন প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ, এ হামলায় তা প্রমাণের চেষ্টা হয়েছে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা জাকার্তায় এ হামলাকে অঞ্চলটির নিরাপত্তার জন্য বড় হুমকি বলেও মনে করছেন। সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সন্ত্রাসবাদ-বিষয়ক বিশেষজ্ঞ কুমার রামকৃষ্ণের মতে, মধ্যপ্রাচ্যে প্রশিক্ষিত হয়ে জঙ্গিদের ফিরে আসা একটি বড় উদ্বেগের বিষয়।

Sunday, December 27, 2015

মোদির আকস্মিক পাকিস্তান সফরে ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুক্রবার আকস্মিক লাহোর সফরকে কিছু কিছু রাজনৈতিক দল স্বাগত জানিয়ে বলেছে এ সফর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ঘটাবে। বিরোধী দলের মধ্যে কেবল সিপিআই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাহোর সফরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ সফরকে ইতিবাচক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর উদ্ভাবনী কূটনীতির একটি দৃষ্টান্ত।


তবে প্রধান বিরোধী দল কংগ্রেস দাবি করেছে পাকিস্তানের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা, হালকা, অনিশ্চিত এবং তা আকস্মিকভাবে ইউ-টার্ন নেয়। কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি বলেন, কাবুল থেকে লাহোর গমন আফগান বাহিনীকে একটি নেতিবাচক বার্তা দেবে। জবাবে বিজিপি বলেছে, প্রধানমন্ত্রী একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন এবং মোদির মতো দৃঢ়চেতা নেতাই এমন কাজ করতে পারেন। বিজিপির মুখপাত্র নলীন কোহলি বলেন, নরেন্দ্র মোদির সফরকে স্বাগত জানানো উচিত। কেননা ভারত ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক আঞ্চলিক শান্তির জন্য শুভ ফল বয়ে আনবে।

জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাইয়িদ বলেন, এটি সঠিক দিক একটি পদক্ষেপ। এক বিবৃতিতে তিনি বলেন, এ সফর পাকিস্তানের সঙ্গে মোদির একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ার সংকল্পের ইঙ্গিত দেয়।ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন একটি ভাল পদক্ষেপ। হুররিয়াত কনফারেন্স চেয়ারম্যান মীর ওয়াইজ ওমর ফারুক এটিকে একটি ভালো পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

সিপিআই এ সফরকে স্বাগত জানিয়ে বলেছে, এটি ভারত-পাকিস্তান সংলাপ এগিয়ে নিতে সহায়ক হবে। দলের জাতীয় সম্পাদক ডি রাজা বলেন, সংলাপই হচ্ছে সৎ প্রতিবেশীসুলভ সম্পর্ক উন্নয়নের একমাত্র বিকল্প। বিজিপির মিত্র শিব সেনার এমপি সঞ্জয় রাউত বলেন, এ সফর ইতিবাচক ফল বয়ে আনলে তারা এটিকে স্বাগত জানাবেন। জেডি (ইউ) নেতা কেসি তিয়াগি এ সফরে বিস্মিত হয়েছেন উল্লেখ করে বলেন, বন্ধুত্ব ও বিশ্বাসঘাতকতা একই সঙ্গে চলতে পারে না। অল ইন্ডিয়া রেডিও’র এক খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, দু’দেশের মধ্যে উন্নত সম্পর্ক পুরো-অঞ্চলের জন্য উপকারী হবে।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনও দু’নেতার লাহোর বৈঠককে স্বাগত জানিয়েছেন। জাতিসংঘের একজন মুখপাত্র আশা প্রকাশ করেছেন যে দ্বিপক্ষীয় সংলাপ বজায় থাকবে এবং জোরদার হবে।

অাগামী ২০ জানুয়ারি ডিজিটাল আইসিটি ফেয়ার


আগামী ২০-২৫ জানুয়ারি ২০১৬ পর্যন্ত দেশের বৃহত্তম কম্পিউটার মার্কেট এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৭ম ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬’ শীর্ষক তথ্যপ্রযুক্তি পণ্যের মেলা। 

কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এবারের মেলায় সাড়ে ৬ শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। বাড়তি আয়োজনের পাশাপাশি থাকবে বিশেষ ছাড় ও উপহারের ছড়াছড়ি।


মেলা উপলক্ষে কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মেলার সদস্য সচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, প্রতিবারের চেয়ে এবার আরও বড় পরিসরে ও জাঁকজমকভাবে মেলা আয়োজন করা হচ্ছে। সাধারণ প্রদর্শনীর পাশাপাশি থাকছে ক্যামেরা ও সিসি ক্যামেরা জোন, সায়েন্স ফেয়ার, রোবটিক্স ফেয়ার ও রক্তদান কর্মসূচি। বিনোদনের জন্য থাকছে গেইমিং জোন, মুভি জোন, চিত্রাংকন প্রতিযোগিতা, সেলফি প্রতিযোগিতা, শীতকালীন পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্টানসহ নানা আয়োজন। মেলা চলাকালীন সময়ে প্রবেশ টিকেটের উপর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। অভাবনীয় মূল্যছাড় ও উপহারতো থাকছেই।

তিনি আরও বলেন, এবারের মেলাকে কেন্দ্র করে আইটি ব্যবসায়ীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এ মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন করবেন। চলতি বছরের শেষ ও নতুন বছরের শুরু হওয়ায় সারা বিশ্বে বছরের সর্বশেষ টেকনোলজিগুলো মিলবে এখানে।’ 

মেলায় স্বল্পমূল্যে পাওয়া যাবে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা, এলসিডি মনিটর, টিভিকার্ড, পেনড্রাইভ, মেমোরি কার্ডসহ নানা প্রযুক্তিপণ্য। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও ৩য় থেকে ১০ম তলা পর্যন্ত ৯৬ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত কম্পিউটার সিটি সেন্টার সাজবে উৎসব আমেজে।

অাজ সালমানের ৫০তম জন্মদিন


আজ বলিউড সুপারস্টার সালমান খানের ৫০তম জন্মদিন। এ দিনেই হয়তো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সালমান। জীবনসঙ্গী কে হবে তার জন্য আজ পর্যন্ত ভক্তদের অপেক্ষা করতেই হবে। তবে ধারণা করা হচ্ছে সেই সৌভাগ্যবান নারী হচ্ছেন রোমানিয়ান টিভি তারকা ও তার গার্লফ্রেন্ড লুলিয়া ভেঞ্চুর। এদিকে, উচ্চ আদালতের রায়ে সালমানের মুক্তি মিললেও হিট অ্যান্ড রান মামলা এবার উঠছে সুপ্রিম কোর্টে। এর আগেই সালমান বলেছিলেন, শিগগির কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে। সালমানের সঙ্গে তার গার্লফ্রেন্ড লুলিয়া ভেঞ্চুরের সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল বলিউডে। 
তাহলে কি সত্যিই এবার লুলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সালমান? বলিউডের একটি সূত্রের দাবি অনুযায়ী, হয়তো ৫০তম জন্মদিনেই পরিবার এবং তার ঘনিষ্ঠ মহলের সঙ্গে লুলিয়াকে আনুষ্ঠানিকভাবে নিজের জীবনের বিশেষ নারী হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন সালমান। এদিকে, হিট অ্যান্ড রান মামলাটি এবার উঠছে সুপ্রিম কোর্টে। সালমানের মুক্তির রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের কাছে যাচ্ছে মহারাষ্ট্র সরকার। ৫০তম জন্মদিন উপলক্ষে প্রকাশ পাচ্ছে তার প্রথম আত্মজীবনী। বইটি লিখেছেন জসিম খান নামের দিল্লির একজন সাংবাদিক। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন ইন্ডিয়া। সালমানের আত্মজীবনীমূলক এ বইয়ের নাম বিইং সালমান। বইটিতে থাকবে তার ব্যক্তিগত এবং পারিবারিক অনেক অজানা তথ্য। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর, ভারতের মধ্য প্রদেশের ইনদোরে জন্ম হয় সালমান খানের। তার বাবা বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সেলিম খান এবং মা সালমা খান। সালমানের প্রকৃত নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান। পরে সিনেমায় অভিনয়ের জন্য নাম পরিবর্তন করে রাখা হয় সালমান খান। নিজেকে হিন্দু এবং মুসলমান দুই ধর্মের মানুষ বলে পরিচয় দেন এ অভিনেতা। সালমানের সৎ মা অভিনেত্রী হেলেন। তার ভাই আরবাজ খান, সোহেল খান এবং বোন আলভিরা খান। এ ছাড়া আছেন পালক বোন অর্পিতা খান।   ১৯৮৯ সালে সুরাজ বারজাতিয়া পরিচালিত ম্যায়নে পেয়ার কিয়া সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় সালমান খানের। এরপর ১৯৯০ সালে মুক্তি পায় তার পরবর্তী সিনেমা বাঘি : অ্যা রেবেল ফর লাভ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সালমানকে। সাজন, হাম আপকে হ্যায় কৌন, করণ অর্জুন, জড়ুয়া, হাম দিল দে চুকে সানাম, হাম সাথ সাথ হ্যায়, তেরে নাম, দাবাং, এক থা টাইগার, ওয়ান্টেড, কিক, বজরঙ্গি ভাইজানসহ বেশকিছু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়ে ভক্তদের ভালোবাসা পেয়েছেন তিনি। পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউডের সুপারস্টার হিসেবে।

নিশো এবার একুশে টিভির অনুষ্ঠান প্রধান


একজন সংবাদ উপস্থাপিকা হিসেবে বেশ জনপ্রিয় ফারহানা নিশো। পাশাপাশি চ্যানেল ওয়ান ও বৈশাখী টিভির করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। তবে এবার নতুনরূপে আসছেন নিশো। তবে পর্দায় নয়, একজন অনুষ্ঠান প্রধান হিসেবেই দেখা যাবে তাকে। স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টিভির অনুষ্ঠানপ্রধান হিসেবে যোগ দিয়েছেন জনপ্রিয় এ 

সংবাদ উপস্থাপক। এ প্রসঙ্গে মানবজমিনকে নিশো বলেন, অনুষ্ঠানপ্রধান হিসেবে একুশে টিভিতে যোগ দিয়েছি। অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। চ্যানেলটির অনুষ্ঠানের মান আরও সমৃদ্ধ করা ও সেই সঙ্গে আকর্ষণীয় করে তোলার অঙ্গীকার নিয়েই কাজ শুরু করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি সবার সহযোগিতা কামনা করছি। ফারহানা নিশো এর আগে যমুনা টিভিতে সিনিয়র সংবাদ উপস্থাপনার পাশাপাশি গাজী টিভিতে ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। ২০০৩ সালে এনটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু হলেও তিনি গ্রামীণফোনের টেকনিক্যাল ডিভিশন ও ওয়ারিদ টেলিকমে প্রোজেক্ট ম্যানেজমেন্ট বিভাগেও কাজ করেন।

চার বছর নিষিদ্ধ হচ্ছেন পেরেরা!

গত অক্টোবরে ডোপ টেস্টে শ্রীলংকার উইকেটকিপার ব্যাটসম্যান কুশল পেরেরার শরীরে নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব খুঁজে পায় আইসিসি। এ কারণে তাকে সাময়িক বহিষ্কার করা হলে নিউজিল্যান্ড থেকেই পেরেরাকে দেশে পাঠায় শ্রীলংকা দল। শুক্রবার শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা জানান, পেরেরার দ্বিতীয় রক্ত নমুনায়ও নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে বলে রিপোর্ট করেছে আইসিসি। 

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির ডোপিং বিরোধী আইন অনুযায়ী, কোনো ক্রিকেটার এ ধরনের কাজে নিজেকে সংযুক্ত করলে সর্বোচ্চ চার বছর নিষিদ্ধ হবেন।
প্রথমবার সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ার পর লংকান বোর্ড জানিয়েছিল, যত দ্রুত সম্ভব সব ধরনের নিয়ম-কানুন মেনে পেরেরাকে ফেরানো হবে আন্তর্জাতিক ক্রিকেটে। জয়াসেকারাও একই সুরে বলেছিলেন, ‘আমরা এর বিপক্ষে আপিল করব। এর আগের চারটি ঘটনায় তার ক্ষেত্রে এমন কিছু ঘটেনি।’
পেরেরার শাস্তির ব্যাপারে আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রায় দেয়নি। এ ব্যাপারে যথাযথ প্রক্রিয়া নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। ক্রিকইনফো


বাংলাদেশকে কাঁদিয়ে সেমিফাইনালে মালদ্বীপ

 নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে এদিনও জয়ের দেখা পায়নি মামুনুলরা। তারা ৩-১ গোলে হেরেছে মালদ্বীপের কাছে। এই হারে সাফের চলতি আসর থেকে বাংলাদেশের বিদায় এক প্রকার নিশ্চিত হয়েছে। অন্যদিকে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মালদ্বীপ।

অবশ্য এদিন ম্যাচের শুরু থেকেই প্রণান্তকর চেষ্টা করতে থাকে বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার। কিন্তু জাহিদের নেওয়া শট পোস্টের অল্প বাইরে দিয়ে চলে যায়। ২৬ মিনিটে আরেকটি সুযোগ আসে। ওয়ালি ফয়সাল মালদ্বীপের রক্ষণকে পাশ কাটিয়ে বল দেন জাহিদকে। জাহিদ হেডও নিয়েছিলেন, কিন্তু তা বারপোস্টে লেগে ফেরত আসে। ২৮ মিনিটে ভালো একটি সুযোগ নস্ট করেন হেমন্ত। জামাল ভূঁইয়ার ক্রস থেকে গোল মুখে ঢুকে পড়েছিলেন তিনি। কিন্তু কার্যকর শট নিতে পারেননি তিনি।

ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত বাংলাদেশ বেশ প্রভাব বিস্তার করে খেলে। কিন্তু ৪১ মিনিটে ডি বক্সের মধ্যে হাত প্রসারিত করে বল ফেরাতে গিয়ে হ্যান্ডবল করেন ওয়ালি ফয়সাল। রেফারি মালদ্বীপকে পেনাল্টি উপহার দেন আর হলুদ কার্ড দিয়ে ফয়সালকে তিরস্কার করেন। পেনাল্টি থেকে মালদ্বীপের সেরা খেলোয়াড় আলী আশফাক গোল করে এগিয়ে নেন দলকে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতির পরও বাংলাদেশ তাদের আক্রমণ অব্যহত রাখে। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচের ৮৬ মিনিটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের গোলে ম্যাচে সমতায় ফেরে। কিন্তু পরের মিনিটেই গোল করে মালদ্বীপকে এগিয়ে নিয়ে যান নাইজ হাসান। আর অন্তিম মুহূর্তে গোল করে ৩-১ ব্যবধানে মালদ্বীপের জয় নিশ্চিত করেন আহমেদ নাশিদ।

এই জয়ের ফলে টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে মালদ্বীপ। অন্যদিকে টানা দুই হারে বাংলাদেশের বিদায় নিশ্চিত। প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারায় মালদ্বীপ। আর বাংলাদেশ ৪-০ গোলে হার মানে আফগানিস্তানের কাছে। আজ দ্বিতীয় ম্যাচেও মালদ্বীপ ৩-১ ব্যবধানে জিতল বাংলাদেশের বিপক্ষে। আর সবার আগে ‘বি’ গ্রুপ থেকে শেষ চারে উঠল দ্বীপ রাষ্ট্রটি।

বাংলাদেশের একাদশ: মো. শহিদুল (গোলরক্ষক), জামাল ভুঁইয়া, ইয়াসিন খান, জাহিদ হোসেন, মামুনুল ইসলাম (অধিনায়ক), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রায়হান হাসান, মোনায়েম খান রাজু, তপু বর্মন, শাখাওয়াত রনি ও ওয়ালি ফয়সাল।

মালদ্বীপের একাদশ: মোহাম্মদ ইমরান (গোলরক্ষক), আব্দুল্লাহ আহমদ, ইমাজ, আলী আশফাক (অধিনায়ক), মোহাম্মদ হামজা, আব্দুল্লা আসাদুল্লাহ, আলী আসাদ, ফাসির আলী, আলী আমধান, মোহামেদ ও আহমেদ শাফিউ।



নির্বাচনের শেষ মুহূর্তেও সেনা মোতায়েন চায় বিএনপি

পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তে এসেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েনে দাবি জানাল বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিরাজগঞ্জে এক সভায় এ দাবি জানান। 


শনিবার রাতে সিরাজগঞ্জ শহরে প্রধান সড়কে হেঁটে গণসংযোগ শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে  উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে একথা বলেন মির্জা ফখরুল। 



এ সময় তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের নির্বাচনী গণসংযোগকালে ধানের শীষের অভূতপুর্ব সাড়া পেয়েছি। সুষ্ঠ নির্বাচন হলে ধানের শীষের বিজয় হবেই হবে। সরকার হাজারো নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির পাশাপাশি কর্মীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।’ সুষ্ঠ নির্বাচন না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে বলেন, এ ‘বিষয়ে নির্বাচনের পরে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে মির্জা ফখরুল শহরের কাঠেরপুলে এবং এস. এস. রোডের জামান কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে চামড়াপট্টি মোড় পর্যন্ত হেঁটে গণসংযোগ করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপরসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, মেয়র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, সহসাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজু, .. রকিবুল হাসান রতন, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক মুন্সী আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, সাংগঠনিক সম্পাদক আলামিন খানসহ বিএনপি-যুবদল-ছাত্রদল-কৃষকদল-শ্রমিকদলসহ হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিকেলে মির্জা ফখরুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে মেয়র প্রার্থী নুর সাঈদ সরকারের পক্ষে গাড়ি থেকেই উপস্থিত নেতা-কর্মী জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান ও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।



প্রতি উপজেলায় কারিগরি স্কুল প্রতিষ্ঠা করা হবে

প্রতি উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করা হবে, এ লক্ষ্যে ইতোমধ্যে একশ’ টিরও বেশি অনুমোদন পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এক সময় কারিগরি শিক্ষাক্রমের শিক্ষার্থীরা লজ্জাবোধ করলেও এখন তারা গর্ববোধ করে। আগামী ২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ২০ শতাংশ শিক্ষার্থী ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করেন শিক্ষামন্ত্রী।

আজ শনিবার সকালে রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউট মিলনায়তনে ‘স্কিলস কম্পিটিশন-২০১৫’র চূড়ান্ত  প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, সাধারণত কারিগরি শিক্ষায় শিক্ষার্থীরা উৎসাহী ছিল না, কিছু না পারলে বলতো এখানে (কারিগরি) পাঠিয়ে দাও, তারা লজ্জা পেত, এখন বুক ফুলিয়ে বলে আমি কারিগরির ছাত্র। ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার সময় কারিগরিতে মাত্র ১ শতাংশ শিক্ষার্থী থাকলেও বর্তমানে ৪৯টি সরকারি পলিটেকনিকসহ বেসরকারি পলিটেকনিক, ভোকেশনাল মিলে সাড়ে সাত হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ১০ শতাংশের ওপরে শিক্ষার্থীরা পড়ালেখা করছে। ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ ছাড়িয়ে যাবে। এসব শিক্ষার্থী ‘ভিশন-২০২১’র ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেয়া হয়েছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠলে তারা সম্পদ হিসেবে পরিণত হবে। দেশের পোশাক শিল্পে ১৯ হাজার বিদেশি কর্মী কাজ করছে। কারগরি শিক্ষায় শিক্ষিতরা এই জায়গা দখল করতে পারে। ইতোমধ্যে সাত হাজার পদ দখল করে নিয়েছে। সবটুকুই দখল করতে হবে।
আইডিইবি’র সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন,কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অমোখ কুমার বিশ্বাস, শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএস মাহমুদ, স্কিল অ্যান্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রকল্পের পরিচালক মো. ইমরান প্রমুখ। এর আগে শাহবাগ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে কারিগরির শিক্ষক-শিক্ষার্থীরা।



Friday, December 25, 2015

ঠাকুরগাওয়ে শীতবস্ত্র বিতরণ

কাপ্তানিয়ান ফাঊন্ডেশনের তত্বাবধানে ঠাকুরগাওয়ে শীতবস্ত্র বিতরণ